মুরুব্বিদের দোহাই দিয়ে
এক নিসাবেই চলো।
নেসাব কি ভাই খোদার বিধান
তাই আমাকে বলো।

এই নেসাবে চাকরি পাওয়ার
বায়না কেন ধরো?
দিন দুনিয়ার পাল্টেছে সব
নতুন পুরোন করো।

কদীম নেসাব জাদীদ হল।
আবার পারে হতে ।
মূল রেখে ঠিক সংশোধনী
একটু আবার তাতে।

এই পৃথিবীর হাল হকিকত
বুঝবে আবার কবে?
মুহাম্মাদের রাষ্ট্র কায়েম
করতে খোদার ভবে।

রাগ করোনা , দোষ খুজোনা
মন দিয়ে ফের ভাবো।
সামনে যখন সবাই, কেন
আমরা পিছে রবো?

কোরান, হাদিস, এজমা, কিয়াস
পড়ছো ঘেটে ঘেটে।
হালাল হারাম ঠিক থাকেনা
লাগলে ক্ষুধা পেটে।

রোজ হাশরে পার পাবে না
এই ইমানের জোরে।
ঘুরছি মোরা মুরুব্বিদের
বদ নজরের ঘোরে।


কওমিয়ারা বেশভূষাতে
নিজের মতই থাকুক।
মুরুব্বিদের ছত্রছায়ায়
বাড়তি আরও শিখুক।

দোষ কি তাতে? এক গুয়েমি
ভাবনা ছেড়ে বলো।
ভান ধরোনা আল্লাহ ওয়ালার
আবার দুচোখ মেলো

চলতি নেসাব তৈরী যখন
ঠিক ছিলো নয় মিছে।
গাল দিয়ো না এই দুনিয়ায়
আমরা সবার পিছে।

তাই বলি ভাই একটু ভাবো
আবার নতুন করে।
নিরব নিথর ক্ষুধায় কাতর
চলছো চাপার জোরে।

‘হালাল রুজির চেষ্টা ফরয’
ইমান যদি রাখো,
মাদরাসা আর মসজিদে ভাই
আটকে কেন থাকো।

অন্য কোথাও কাজ খুজে নাও
হালাল রুজির তরে।
দিন শেষে যা মিলায় খোদা
আনবে নিজের ঘরে।

কম প্রয়োজন জোগান বেশি
তাই তো আমার দেশে,
সব ইমামের দাম কমেছে
ইমাম গোলাম বেশে।

কম দামে কেউ ইমাম পেলে,
রাখবে কে আর দামে?
শুনতে খারাপ ‘গোলাম’ যেন
ইমাম খতীব নামে।

কাজ ছাড়া কি দুনিয়াদারির,
বিকল্প পথ আছে?
আর ছুটো না চেষ্টা ছাড়া
তাওক্কুলের পিছে।

সনদ পেয়েই বেজায় খুশি
আসছে কি তা কাজে?
যেই সনদে কয় না কথা
ক্যান তা বুকের মাঝে?

পাশ দিয়েছো দাওরা হাদীস
বেশ বড় এক জ্ঞানী।
পাশ গ্রামের মন্ডলেরা
করছে কানাকানি।

শুনছো সবে পাশের গ্রামে
ঐ অমুকের পোলা,
খতীবগিরি করতো যদি!
যাই চলো যাক বলা।

নানান রকম হিসেব শেষে,
মাইনে কত লাগবে বেটা?
হাল হকিকত খুব ভালো না।
নিজের চোখেই দেখছো যেটা।

পারবো মোরা দু এক হাজার।
এই মেনে নাও। থাকো।
দেখবো তবে পরের বছর।
একটু স্বরণ রেখ।

গ্রামবাসীরা ইমাম পেল।
সহজ সরল ছেলে।
বলো না ভাই, এই ক’টাকায়
মাস কি কারোর চলে।

বলো না ভাই, কোন দোকানী,
একটু রহম করে,
তোমার কাছে বেচবে কিছু
দু টাকা কম দরে।

বলতে পারো? জায়নামাজে
মধুর কেরাত ধরে,
চিন্তা করো রবকে নিয়ে,
একটু কসম করে?

ইমামতির চাকরি পেলে।
নেই সনদের নাম।
বুঝলে এবার একটু হলেও,
এই সনদের কাম?


বাড়ির থেকে দেয় তাগাদা।
বাপ কি বেতন পেলে?
এই প্রয়োজন ঐ প্রয়োজন
সারবো টাকা দিলে।

তোমার মায়ের ওষুধ বাবদ
অনেক টাকা বাকী।
দুদিন পরে পয়সা কড়ি
লাগবে আবার নাকি।

আচ্ছা যা হোক পুরোন কথায়
আসছি আবার ফিরে।
ধীরে ধীরে বুঝলে তো ভাই,
চলবে কেমন করে?

ছোট্ট দুটি গন্ডি যদি,
মাড়তে পারো তবে।
শানের সাথে মানটা আবার
ফিরবে খোদার ভবে।

যা’ই ভাবো ভাই লাভ হবে না।
গোড়ায় গলদ রেখে।
নতুন করে দেখতে হবে,
ফের হৃদয়ের চোখে।