দয়াময় প্রভু,
রহমের হাত।
দাও বাড়িয়ে,
কর হে, নাজাত।
নাই যদি করো
আমাদের মাফ।
মুছবে কে বলো,
আমাদের পাপ।
ভুল যত আছে,
সব ধুয়ে মুছে।
ফের দয়া করে,
টেনে নাও কাছে।
শয়তান এসে,
পিছে ঘুরে ঘুরে,
আপনার থেকে,
ঠেলে দেয় দূরে।
ওগো দয়াময়,
ওগো হে প্রভু,
আর কোন ভুল,
করবো না কভু।
শয়তান যেন,
আর কোন ক্ষনে,
দিতে নাহি পারে,
ভুল পথে ঠেলে।
সদা করি যেন,
তব ইবাদত।
মেনে যেন চলি,
রাসূলের মত।
দাও হে খুদা,
এই তাওফীক।
পথ চলি মেপে,
সরল ও সঠিক।
স্বকাতরে শেষে,
যাচি দয়াময়।
মৃত্যুটা যেন,
ইমানের হয়।
খোদা হে কবুল,
করো মুনাজাত।
তোমারই কাছে,
তুলেছি দুহাত।