হাসতে আমি জানি তবে
হাসার যে মোর সুযোগটুকু নাই।
মুখ যে বাধা মুখোশ দিয়ে
মুখোশ খোলার সাধ্য যে মোর নাই।

মন খুলে আজ হাসুক সবে
আমিই না হয় দেখবো সবার হাসি।
সবার হাসি হাসার পরে
একটু খানিক সুযোগ পেলে হাসবো রাশিরাশি।

হয়তো তখন মুগ্ধ হয়ে
দেখবে না কেউ, থাকবে না কেউ পাশে।
বলবে না কেউ রসের কথা
হয়তো তখন আমার হাসির শেষে।

হাসবো তখন মনটা খুলে।
প্রাণটা ভরে, একলা কথাও বসে।
মন চাহিলে দেখবে কেহ
বলব না ‘যাও’ এখন কেন বসছো আমার পাশে।

বুকের মাঝে কষ্ট যত
মলিন মুখের হাসি দিয়ে দাফন করে রাখি।
সুযোগ পেলে দু:খগুলো
সঙ্গোপনে দুচোখ ভরে দেখি।

নয়নজলে ভাসি তখন
তখন যে মোর হাসার সুযোগ নাই।
হাসার সুযোগ পায় যদি কেউ
হাসি রেখে কাদতে কি কেউ চায়।