পানির মাঝে জন্ম যে তার
তাইতো তাকেই ভয়।
তাহার লাগি করতে রাজি
নিজের জিবন লয়।
তবে যে তার গুনের কথা
এতোটুকুই নয়।
সব খাবারে আনবে সে স্বাদ
মন করিবে জয়।
আর কিছু ভাই থাক বা না থাক
সবার তাকেই চায়।
থাকলে যে সে সবাই খুশি।
তা না হলে নয়।
টক বলো আর মিষ্টি ঝালে
তার তুলনা সেই।
যে যাই বলুক একটু ভাবো
তার মত কেউ নেই।
তাইতো সবার মধ্যমনি
সেই শুরু যুগ থেকে।
যে যাই রাধুক সবার আগে
তাকেই স্বরণ রাখে।
মধ্যমনি বলতে কাকে বুঝানো হয়েছে?
মন্তব্যের ঘরে জানিয়ে যাওয়ার অনুরোধ রইলো।