স্বপ্নেরা মুখ লুকিয়েছে লজ্জায়।
যেতে হবে পথ হাজারো ক্রোশ।
কোথা নেই কোন দয়াপরবশ।
তাতে নেই আরো,
কোন সম্বল,
অস্থি বা মজ্জায়।
স্বপ্নেরা মুখ লুকিয়েছে লজ্জায়।


আলোস্যে হেলিয়া শুধু পস্তায়।
সদা যে নয়ন এক বোঝা ঘুমে।
হাত পাও সব নেই কোন কামে।
করে হায় হায়।
সব চলে যায়।
থাকি পড়ে রাস্তায়।
স্বপ্নেরা মুখ লুকিয়েছে লজ্জায়।


চারিদিকে পুড়ে হয়ে গেল ছাই।
চুপচাপ বসে দেখে অপলক।
কারো প্রতি কোন নেই মনে শোক।
আমি আছি বেশ।
ওরা হলে শেষ,
কিচ্ছু করার নাই।
স্বপ্নেরা মুখ লুকিয়েছে লজ্জায়।