আমাদের গাছে ছিলো
গাছ পাকা কলা।
আজ দেখি ক’টা নেই
ক’টা আছে ছোলা।

করি রোজ পাহারা
নেই কোন ঘুম।
গুনে গুনে রাখি তবু
আজ ক’টা কম।

বাড়ি লোক চারজন
কলা এক কাদ।
খাওয়া যাবে তিনটা
আর সব বাদ।

জনে জনে এক কলা
তাও যদি হতো।
আমাদের পিচ্চিটা
এক পিচ পেত।

আমি বড় আমাকেই
দিতে হবে ভাগ।
তা না হলে দেখাবে
সকলেই রাগ।

ধরাধরি করে কাদ
বাড়ি যাই নিয়ে।
এর মাঝে দাদা নেয়
একখানা চেয়ে।

তিন থেকে গেল এক
আর থাকে দুটো।
তাও তার একটাতে
ছোট এক ফুটো।

শেষমেশ ভাগ করি
হাফ হাফ করে।
আমাদের পিচ্চিটা
খুশি ভাগ ধরে।

সবচেয়ে বড় কথা
নেই কম বেশি।
তাই কারো রাগ নেই
সকলেই খুশি।