আজ জুলুমের বাশি পুড়ানোর গন্ধ পাই।
আজ জয়গান গাবো খুব করে।
গাবো আর গাবো, গাবো প্রাণভরে,
বাশি বাদে আজ খালি গলায়।
আজ জুলুমের বাশি পুড়ানোর গন্ধ পাই।
বিষের বাশিতে বিষময় সুর।
কানে বাজিতো দূর থেকে দূর।
মনুষ্যপ্রাণে মৃত্যের সারি।
নেই তাহাদের নেই কোন ভয়।
আজ জুলুমের বাশি পুড়ানোর গন্ধ পাই।
দ্যুলোক ভ্যুলোক করে লুন্ঠন,
সব ভেদাভেদ করে খন্ডন,
হাতে হাত মিলে, কাধে কাধ মিলে,
আমরা এবার এনেছি জয়।
আজ জুলুমের বাশি পুড়ানোর গন্ধ পাই।
মরা দিঘী আর হইবে না সরোবর।
অবলা নারী কলস কাখে কাপিবে না থরথর।
বাশি পুড়ানোর গন্ধে সবাই,
চিরতরে আজ হারিয়েছে ভয়।
আজ জুলুমের বাশি পুড়ানোর গন্ধ পাই।
হারানো মানিক পেয়েছি ফিরে ফের সবাই।