বিবেক ঘুমিছে, ঘুমিয়েই থাক, করো ক্যান ডাকাডাকি?
ঘুম ভেঙে যদি হতে হয় তার, বিপদের মুখোমুখি।
           সে আজ বড় ক্লান্ত বটে।
         ঘুমিয়েছে আজ সারাদিন খেটে।
উঠিবে একটু পরে, সকলের দেখাদেখি।
এতো আগে উঠে হতে হয় যদি বিপদের মুখোমুখি।

ওরা যে মোদের ক্ষুধিত কুকুর। পেটে যে চরম খিদে।
অসহার জনে অসহায় কেন? কার কি মরলে কেদে?
           ভাবুকেরা দেখ ভাবনায় বসে,
              মুত্যুর ভান করছে কষে।
সবাই জাগালে তারাও জাগাবে আখি।
এতো আগে উঠে হতে হয় যদি বিপদের মুখোমুখি।

কত নিরন্ন উপবাস রয়, পাথর বাধিয়া পেটে।
কুকুরের দল পেট পুরে খায়, নোংড়া পচাও চেটে।
          হাড্ডি কাটা যাহা পায় খায়।
        ক্ষুধা নাহি যায়, তবু হায় খায়।
তবু দাড়িয়েই রয় হিংস্র নজর রাখি।
এতো আগে উঠে হতে হয় যদি বিপদের মুখোমুখি।