ঘুম ঘুম দুপুরে
এক এক করে,
সকলেই কেটে পড়ে।
যে যার ঘরে।

গল্পের ডামাডোলে
ঘুম চলে এলে,
সকলেই সব ফেলে
উঠে যায় চলে।

আমি নই আলসে।
তাই থাকি বসে।
কাত হই সবশেষে
ওখানেই পাশে।

চারিদিকে সুনসান
লাভ নেই পেতে কান।
নিরবতা গায় গান।
আরো ঘুম আন আন।

সকলের চিন্তায়
ঘুম বুঝি গেল হায়।
বল দেখি এর দায়
কেউ কভু নিতে চায়?

তবে রোজ সন্ধ্যায়
সকলেই জেগে রয়।
আমি শুধু ঘুম যাই।
সকলেই রেগে তাই।

বলি আমি নির্ভয়।
সকলের চিন্তায়
দুই চোখে ঘুম নাই।
থাকো যাই বিছানায়।