অগ্নি ঝরানো রোদেলা দুপুরে
পথ চলি একা মরু প্রান্তরে
সাথি বলে কেউ নাই।

কভু কেউ এসে বন্ধুর বেশে
যদি বলে সদা রবো পাশে পাশে
ভজি না যে সহজেই।

কেন যে এমন শুধালে আমায়
খুলে খুলে সবি শোনাবো তোমায়
শুধু এক নি:শ্বাসে।

ভয় হয় তাই শুধাই জানিতে
খাকবে কি তুমি গল্প শুনিতে
এতো বেলা পাশে বসে?

গল্প যে মোর বড় বহু বড়
যদিও বলবো করে জড়সড়।
তবুও অনেক্ষন।

তাহাতে সাজানো দুখ রাশি রাশি।
শুনিতে শুনিতে বলবে কি আসি?
বসবে কি তাতে মন?

নাকি আজ রবে, আগামীতে যবে
গল্প বলার ফুরসত হবে
বলা যাবে মন খুলে।

তবে তাই হোক, আজ এখানেই
ভালো থেকো সদা। থাকো যেখানেই।
এসো অবসর পেলে।