এক ছিলো ডক্টর।
ইউনুস নাম তার।
ছিলো বহু যশখ্যাতি।
ছিলো তার ধারভার।
তবে ছিলো বেশভূষা
একেবারে সাধারণ।
নেই মনে দম্ভ।
কী যে তার আচরণ।
দেশ নিয়ে ভাবনা
ছিলো তার মাথাতে।
ছিলো শত চেষ্টা
দেশটাকে সাজাতে।
দেখলেই মনে হবে
মুখে হাসি বুকে বল।
ইনসাফ কায়েমে
নির্ভিক, অবিচল।
হোক না সে শত্রু
নেই মনে দন্দ।
কথা বলে মেপে মেপে
নেই তাতে মন্দ।
বিশ্বের দরবারে
তিনি বড় গুনিজন।
দুনিয়ায় আছে তার
ভক্তরা অগনন।
অবশেষে বীরবেশে
নিয়ে মহাগুরুভার।
এসেছেন নিজ দেশে
দেশটাকে তরাবার।
কেউ যেন চেষ্টা
করোনাকো দখলের।
যতদিন আছে সে
ইউনুস সকলের।