চোখ দুটিতে ঘুম আসে না।
যাচ্ছি ঘুমের হাটে।
ভ্যান ভাড়া নেই, এক বোঝা ঘুম
আনবো নিজের পিঠে।

লাগলে কারো বলতে পারো।
বেচবো খানিক ঘুম।
দেখবে তাতেই চোখের পাতায়,
পড়বে ঘুমের ধুম।

নেই মিশানো ভেজাল তাতে,
দেখতে পারো কিনে।
এক ফোটা ঘুম মাখলে চোখে,
দেখবে না আর দিনে।

বলবে মনে ঘুমাই শুধু,
যা হয়ে যায় যাক।
আর দিব না এমন ঘুমের
কাউকে কোন ভাগ।