পচন ধরা ঝুট ঝামেলা
একটু যদি থাকে।
নতুন করে ডাল গজাবে
আবার সেখান থেকে।

ভয় পেয়ো না মর্মমূলে
হানতে আঘাত।
নইলে দেখ সামনে যেতে
ঘটবে ব্যাঘাত।

দেখবে ওরা পেছন থেকে
ধরবে টেনে।
বর্বরতার দিনগুলো ফের
ছাড়বে এনে।

‘সবাই মিলে’ কথায় কোন
‘কিন্তু’ আছে?
বর্বরতার দোসর যারা
রাখবে কাছে?

যাদের মুখে পেছন ফেরার
গন্ধ ওড়ে।
চাষের জোয়াল আর দিয়ো না
তাদের ঘাড়ে।

পারবে না তা বইতে ওরা
অতীত বলে।
পারলে কি আর এখন দেশে
আগুন জ্বলে?

দেশ চালানোর জন্য যেদিন
আসলে দেশে।
খুললো কপাল আম জনতা
ভাবলো কষে।

বীর জনতার আশার গুড়ে
পড়লে বালি,
দেখবে এবার দেশ বিদেশে
বাজবে তালি।

হাল ধরেছো দু:সময়ে
বুঝতে হবে।
নিদ্রা এলে চোখটি মুছে
সজাগ রবে।

পৌঢ়, যুবক, বৃদ্ধ, বালক
তোমার পানে,
চেয়ে আজ গুনছে প্রহর
ভাসছে তারা খুশির বানে।

বঞ্চিতদের মনের কথা
শুনবে যদি।
থাকবে তবে জামাই আদর
টিকবে গদি।

আম জনতার মনের চিঠি
ফেললে ছুড়ে।
ভুলবে না কেউ ছুড়তে তোমায়
আস্তাকুড়ে।

তোমাকে যশ খ্যাতিতে
মাপবে না আর।
নরম সুরের অভয় বানীর
ধারবে না ধার।

কথায় কথায় বিদায় বিদায়
আর না বলো।
আসছো যখন শক্ত হয়ে
সামনে চলো।

ভয় পেয়ো না বীর জনতা
থাকবে পাশে।
বইবে আবার মুক্ত বাতাশ
সোনার দেশে।