আমি ভুল করেছি।
আমি লজ্জিত।
আমি ধিকৃত।
সেটা মুক্তিযুদ্ধ নয়।
ছিলো মনিবের পালাবদল।

আমি শুধরে গেছি।
নতুন করে,
নতুন তীরে,
চাই না যেতে তাই।
শুনি হায়েনার কোলাহল।

আমি পথ পেয়েছি।
সন্ধ্যা বেলা,
সুখের ভেলা,
আপন মনে বাই।
যেন শান্তির মায়াচল।

আমি নিতে এসেছি।
তোমাদের সেথা
আমি আছি যেথা।
দু:খ বেদনা নেই।
শুধু স্বস্তির ডামাডোল।