চোর ধরেছে চোরে।
এবার চোর ধরেছে চোরে।
ঘাপটি মেরে থাকিস কোথাও
পাই না যেন তোরে।
চোরের উপর চোর করেছে
বাটপারি বেশ করে।
তাই তো সোনার বাংলাদেশের
সব গেছে আজ গোরে।
নিত্য নতুন চোরের মেলা
কার খেলা কে দেখে।
যাদের যেটুক ঘাটতি আছে
সেটুক শুধু শেখে।
চোরের মুখে অভয় বানী
কেউ কোন চোর পেলে
বলবে মোদের আনবো ধরে
ভরবো ওদের জেলে।
করবো বিচার সামনে সবার
দেখবো না কোন জাতের।
শাস্তি চরম বুঝবে এবার
করবো না আর খাতের।
দেশের টাকা কেমনে কোথায়
করলো পাচার কবে?
ডান্ডা মেরে ঠান্ডা করে
আনবো ফিরে সবে।
তবে মোদের শর্ত কিছু
পূরণ করে দিলে,
ছেড়ে দিতেও থাকবো রাজি
মাত্র দু চার কিলে।
মিলেমিশে করবো চুরি
আমজনতার ঘরে।
বুঝবে না কেউ চোরের বিচার
করল বুঝি চোরে।