চব্বিশ মোরা রাখবো মনে,
একাত্তরের মত।
রাখবো গুনে যত্ন করে,
লক্ষ দেহের ক্ষত।

একাত্তরের ঘটক ছিলো,
পাক হানাদার দল।
আজ তো এরা করল খতম,
নিজের দাতের বল।

দাত ভেঙেছে হয়তো বুঝি,
উঠবে নতুন করে।
পারবো মোরা কামড় দিতে,
মনের মতন জোরে।

পারবে না কেউ ছোবল দিতে,
উল্টো ছোবল দিলে।
চোখ রাঙালে তাকেও খাব ,
এক কামড়েই গিলে।