নিষ্পাপ কাগজগুলো চেয়ে আছে।
প্রার্থনা কিছু কবিতার। নেই কাছে
কলম খাতা ইত্যাদি,মনে কিছু কথা
কি দিয়ে বুঝায়? তাই ছুটি ব্যাথা
ভরা কিছু প্রাপ্তির সন্ধানে। শত
কাজ ফেলে।সেই পাগলের মত।

ঘুরে ফিরি সেই স্বার্থপরের দ্বারে।
কিছু পেলাম। বেশকিছুকাল পরে।
এই নিয়ে ছুটি। রাত। পথে একা।
সাথে কেউ নেই। ভাবি, যেটা লেখা
আছে হবেই। সবটুকু দিয়ে দিই
পাতাগুলোর কাছে। তবু দম নেই।
সাথে সাথেই প্রশ্নধ্বনি। কেমনে
পেলে? শুধু বলি, বৃথা আবেদনে।