আমি যেন মৃত্যুর খুব কাছাকাছি!
বিধাতার বিধি লঙ্ঘিবো না
তাই বুঝি আজও বেচে আছি।
আমি যেন মৃত্যুর খুব কাছাকাছি!

কষ্টেরা যেন সদা কোল ঘেষে বসে
বিড়বিড় করে কী যে বলে।
থেকে থেকে করে নাচানাচি।
আমি যেন মৃত্যুর খুব কাছাকাছি!

আশপাশ মরু ধু ধু তৃণ পানি নেই।
শুধু সদা ধিক্কার লাঞ্চনা বহুবার
কি করে যে বল তবু বাচি?
আমি যেন মৃত্যুর খুব কাছাকাছি!

কিছু জানি কিছু বুঝি তাই চুপচাপ।
ধর্য্যর বাধ ভেঙ্গে যেন ধসে পড়ে।
চাপা পড়ে প্রাণ নয়, মৃত্যুকে যাচি।
আমি যেন মৃত্যুর খুব কাছাকাছি!

ভুল ত্রুটি দোষ  শত আছে মোর মানি।
বিষধর সর্পের ছোবলের কাছে
হারি জিতি এভাবেই আজো বেচে আছি।
আমি যেন মৃত্যুর খুব কাছাকাছি!