আমি, ধ্বংসের মাঝে সৃষ্টি দেখেছি।
আধারের মাঝে আলো
মৃত্যুর মাঝে জিবন রহিছে।
চলো তা খুজতে চলো।

ফেটে চৈচির সাগরে দেখেছি
উতাল পাতাল ঢেউ।
ধ্বংস লীলায় মাতিয়াছে যারা
রবে না তাদের কেউ।

বোবাদের মুখে বোল ফুটিয়াছে
সোচ্চার প্রতিবাদে।
অন্ধের চোখে দৃষ্টি প্রখর
পড়বে না আর ফাদে।