মেয়ের লাগি মেয়ের বাবা,
খুজছে ছেলে রোজ।
বেকার বলে বেকার ছেলের
দেয় না কেহ খোজ।
থাক না যতই জ্ঞান গরীমা
হোক না স্বভাব ভালো।
বেকার শুনে মেয়ের বাবার
মুখ হয়ে যায় কালো।
ছেলের বাবার অর্থকড়ি
নেই যদিও কম।
যোগ বিয়োগে ব্যাস্ত বিয়াই
সরছে না তার দম।
পড়া লেখায় পাশ দিয়েছে।
চাকরি যদি পেত!
অর্থকড়ি থাক বা না থাক
তবেই ভালো হত।
আচ্ছা দেখি যাই তো বাড়ি
উনার কাছে বলে,
কোন্ মতামত দেয় শুনে সব
বলবো রাজি হলে।
উনি তো সব শুনেই রেগে
করলো মাথায় বাড়ি।
কী পরাবে? কী খাওয়াবে?
চালায় কেমন গাড়ি?
যতই থাকুক অঢেল বাবার
তার কি আছে শুনি?
কাজ করে না বেকার ঘুরে,
হোক না হাজার জ্ঞানী।
বলছি শোন, আবার যেন,
এমন ছেলের খোজ,
দেয় না কেহ তোমার কাছে,
অযথা রোজ রোজ।