বাড়ির আমি বড় ছেলে।
তাইতো কোথাও হৃদয় খুলে,
মনের কথা,
হাজার ব্যাথা,
কারোর কাছে যায় না বলা।
হৃদয় মাঝেই রেখে,
সবাই থাকুক সুখে,
এই আশাতেই দু:খ চেপে,
একলা পথে চলা।
বাড়ির আমি বড় ছেলে।
সবাই চলে হেসে খেলে।
যার যা লাগে,
আনতে আগে,
কিনতে যাবো।
কোথায় পাবো,
পয়সা কড়ি? একটু যদি বলি,
ওরেব্বাবা, ইচ্ছে মতন,
শুনতে হবে কঠোর বচন।
কেউ বা দিবে গালি।
ঐ যে, আমি বড় ছেলে।
আকাশ পানে দুচোখ মেলে,
তার সকাশে
একটু আশে,
মনের কথা যেটুক পারি বলি।
দেখতে পেলে একটু কসুর,
গুনতে হবে কথার আচোড়।
এমন ভয়ে চলি।
বাড়ির আমি বড় ছেলে।
তাইতো আমার স্বপ্নদলে,
আমায় ফেলে,
যাচ্ছে চলে।
সদলবলে।
তিরস্কারের শানায় বাজে।
আমরা কেন গাধার পিঠে,
লবন চেখে ভাবছি মিঠে।
মুখটা লুকায় লাজে।