নৃত্যে তোমার নূপুর বাজে।
ছন্দ ওঠে কপাল ভাজে।
বৃষ্টিরা আজ,
বৃষ্টিভেজা দিনে।

মেঘমালা আর স্বপ্ন রঙিন।
অশ্রুচোখে মুখটি মলিন।
তোমার সাথে তারাও নেচে,
করছে মুখর গানে।

পড়লো কতক দৃষ্টি লোকের।
চিন্তা মাথায় একটু ভোগের।
বন্ধু যত ছিলো,
সবাই এখন পর।

রোদ্রু এলো চোখ দুটি লাল করে।
সব হারিয়ে বন্দি আপন ঘরে।
ঘুম এলো না, সুখ হল না,
তোমার জিবন ভর।