আরো বহু পথ বাকী
যেন ক্লান্তির পালে হাওয়া নাহি বয়
জেগে রয় যেন তব আখিদ্বয়
সুখের রাজ্যে আগুন লাগিয়া
ব্যাথাভরা মন উঠছে জাগিয়া
নতুন করিয়া দেখি
আরো বহু পথ বাকী
কত কন্টক বিধিয়াছে পায়
কত কিল ঘুষি সহিয়াছি গায়
হানাদার পানে চলিয়াছি তবু
কভু দিই নাই ফাকি
আরো বহু পথ বাকী।
ডরে সন্যাসী কাপে থর থর।
তন্দ্রের মাঝে শোনে ধর ধর।
ভয়াল কন্ঠে ভেঙ্গে ভেঙ্গে বলে
আমারে দাওনা রাখি।
আরো বহু পথ বাকী।