নিকোশ কালো রাতে
নিস্তব্ধ নিরবতায়, একাকী পেয়ে
পায়ে ডান্ডাবেড়ি, হাতে হ্যান্ডকাপ দিয়ে ,
পাশে চুপচাপ বসে থাকা,
এটা কিঞ্চিৎ ভালোবাসা।
আংশিকও নয়।
ঋনের ভারে জর্জরিত মন
অগত্যা অনিচ্ছায় মৃত্যুর ভয়ে
দায় এড়াতে মুখে কিছু তুলে দেয়া।
এটা কিঞ্চিৎ ভালোবাসা।
আংশিকও নয়।
বিরক্ত মনুষ্যে কন্টকাকীর্ণ রাস্তায়
পাজাকোলা করে রাস্তা পার করে দিয়ে
আনমনে হেটে চলা ।
এটা কিঞ্চিৎ ভালোবাসা।
আংশিকও নয়।
ফুলশয্যার বিছানায় দুপিঠের আলিঙ্গন
বিভোর ঘুমের মজা শেষে
দু ঠোটের স্পর্শ।
এটা কিঞ্চিৎ ভালোবাসা।
আংশিকও নয়।
অভিমানি দেখেও
না দেখার ভান করে,
স্বাভাবিক হওয়ার চেষ্টা করা,
এটা কিঞ্চিৎ ভালোবাসা।
আংশিকও নয়।
কোন আবদার শুনেও,
না শোনার ভান করে,
কিছু একটা এনে দেয়া,
এটা কিঞ্চিৎ ভালোবাসা।
আংশিকও নয়।
আমার ঝগড়া আর,
চেচামেচির কারণ না খুজে,
একটু পর পর ‘চুপ কর’ বলা,
এটা কিঞ্চিৎ ভালোবাসা।
আংশিকও নয়।
আমার ভুল দেখেও,
আমাকে না বুঝিয়ে,
আমাকে আমার মত চলতে দেয়া,
এটা কিঞ্চিৎ ভালোবাসা।
আংশিকও নয়।
আমার কথা শুনে,
কাউকে আঘাত করে,
পরে তাকে সান্তনা দেয়া,
এটা কিঞ্চিৎ ভালোবাসা।
আংশিকও নয়।
শত্রুর কোন কথায়,
আমাকে না জানিয়ে,
চুপচাপ দূরে থাকা,
এটা কিঞ্চিৎ ভালোবাসা।
আংশিকও নয়।