আমি ছাত্র।
আমি বায়ান্নতেও ছিলাম।
আছি চব্বিশে দাড়িয়ে।
কোন জ্ঞানপাপী কি বা ঠকবাজ
পালাবে না আজ।
মোদের দৃষ্টি মাড়িয়ে।
মোরা বিনয়ী।
তবে শক্ত কঠোর হস্তে
ডরি না কাউকে দমাতে।
মোরা হিংস্র।
বঞ্চিত বুকে হানি আঘাত।
দু:খ দিই না জমাতে।
মোরা মৃত্যুঞ্জয়ী।
মৃত্যুর গলা জড়িয়ে
করি তাকে শত চুম্বন।
মোরা নির্ভিক।
ভগবান বুকে লাথি মেরে তুলি
সারা দুনিয়ায় কম্পন।