একে তো আমাবশ্যা!
তাতে আকাশ জুড়ে মেঘ জমেছে।
সাথে প্রচন্ড ঝড়ো হাওয়ার পূর্বাভাস।
থেমে থেমে মেঘের ভয়ংকর গর্জন।
বিপদসংকুল পথ পাড়ি দিব কী করে।

অনিশ্চিত ভবিষ্যত,
হতাশার শক্ত ময়লা চাদর দিয়ে,
আপাদ মস্তক ,  
সমস্ত শরীরে পেচিয়ে দিয়েছে।
দম বন্ধ হওয়ার উপক্রম।

আমি বাচতে চাই। আমাকে বাচতে হবে।
আমার মায়ের জন্য আমাকে বাচতে হবে।
আমার মা আমার জন্য অপেক্ষা করছে।

কে যেন আমার গায়ে আগুন ধরিয়ে দিয়েছে।
আমাকে বাচাতে। আমাকে সাহায্য করতে ।
আমার গায়ের মরণ চাদর পুড়িতে দিতে।
হতাশার জিন্জির থেকে আমাকে মুক্ত করতে।