একমুঠো ভাত চাই যে আমার।
একমুঠো ভাত চাই।

কীসের বাড়ি?
কীসের গাড়ি?

কদিন ধরে ভাত না খেয়ে ক্ষুধায় কাতর।
নেই দাড়ানোর শক্তি দেহে আর যেন মোর।

ক্ষুধা ছাড়া আজ যে মাথায় কিচ্ছু আমার নাই।
একমুঠো ভাত চাই যে আমার
একমুঠো ভাত চাই।

ক্ষুধায় কাতর নিরব দেহের ক্লান্ত আখি মেলে
বলতে কথা পারছি না আর
বলব কেদে আর কতবার
পেতাম ফিরে নতুন জীবন, একমুঠো ভাত পেলে।


একমুঠো ভাত চাই যে আমার একমুঠো ভাত চাই।
আমার যেন দুহাত পাতার সাধ্যটুকুও নাই।

রঙবেরঙের ব্যাস্ত শহর। আমায় নিয়ে ভাববে বলো কারা?
যাহার কাছে দুহাত পাতি,
এতেই তাহার চরম ক্ষতি
আমায় যেন মারতে আসে তারা।

সেখান থেকে মলিন মুখে আরেক ঘরে যাই।
একমুঠো ভাত চাই যে আমার, একমুঠো ভাত চাই।

তা না হলে প্রাণটা যেন এইতো চলে যায়।
একমুঠো ভাত চাই যে আমার একমুঠো ভাত চাই।