আধার যাবে টুটে রে ভাই।
আধার যাবে টুটে।
ঐক্য নামের মশাল জ্বেলে,
আয় না তোরা ছুটে।
আধার রাতের হতাশ পথিক
পথ খুজে আজ পাবে।
লক্ষ প্রাণে আশার প্রদীপ
আলোক দিবে সবে।
আয় না তোরা ছুটে আবার!
আয় না তোরা ছুটে।
সত্য ন্যায়ের প্রভাত আসুক
তিমির আধার টুটে।
তীব্র থেকে তীব্র ক্ষুধা
সবার পেটে জানি।
তবুও তোদের আসতে হবে
মুছতে সবার গ্লানি।
মলিন মুখে হাসির ঝিলিক
আনতে তোদের হবে।
বন্চিতরা তোদের আশায়।
আসবি তোরা কবে।
আয় না তোরা ছুটে আবার
আয় না তোরা ছুটে।
আসলে তোরা দেখবি আবার
আধার যাবে টুটে।
নতুন করে গগণ কোণে
তীব্র প্রখর আলোক মেখে।
সূর্যি মামা উঠবে আবার
আধার দিতে রুখে।
আয় না তোরা ছুটে আবার
আয় না তোরা ছুটে।
দেখ না চেয়ে লুটেরা আজ
সব যে নিলো লুটে।
আয় না তোরা ছুটে আবার
আয় না তোরা ছুটে।