আধার গিয়ে আসলো আবার ফিরে।
তবুও তুমি বিভোর ঘুমের ঘোরে।
ঝড় উঠেছে বাইরে দেখ চেয়ে।
আসবে বিপদ তোমার দিকেও ধেয়ে।
এবার যদি রুখতে তারে পারো।
বাচতে তুমি সময় পাবে আরো।
নইলে দেখ তোমার বসত ভিটাও,
টিকবে নাকো ভাঙবে এবার সেটাও।
বানের পানি ঢুকছে তোমার ঘরে।
ভাবছো তবু বাইরে যাব পরে।
বানভাসিরা ছুটছে পাগল হয়ে।
আর ভেবোনা মিলবো পরে গিয়ে।
বুঝলে তুমি মুক্তি তবেই পাবে।
ভুল বুঝিলে মরবে এবার সবে।