পলকের সাক্ষাত
কী করে জাগিয়েছিলো পূলক
তোমাতে আমাতে
বেঁধেই দিলো প্রতিটি পলে ও প্রহরের তরে
আজো সে ব্যখ্যা জানি নাই
জানার প্রয়োজন কখনো পড়ে নাই
আমাদের-
পালকের মতোই আমরা মিশেছি
মিলেছি হৃদয় আর শরীরে
মানবের চাষে
এই পৃথিবীকে দিয়েছি
বীজ থেকে ফসল
আমরা ফুটিয়াছি রঙে আর গন্ধে
আমরা ফোটাতে চাই
আমরা ছড়াতে চাই
আমরা ফলাতে চাই
আরো...