কবি ও কবিতা-১
১.
কথিত আছে
বঙ্গদেশে
কবি ও কাকের সংখ্যা
সমানে সমান
২.
কবি
কি
কাক
নিশ্চিত
কবিতা কাকের ডিম নয়
কবিও আদতে কাক নয়
৩.
কাক-তো’
ইদানীং চোখেই পড়েনা
জীবনের চত্বর
খুঁটে দেখেনা কেউ
কবিতা না-হয়ে-ওঠা শব্দেরা
এলোমেলো জঞ্জাল...
কবি ও কবিতা-২
প্রবহমান রাশিরাশি ঘটনাচক্র
ভেসে বেড়ায় শব্দেরা যত্রতত্র-
কবি শিল্পিত মনে
এগুলোইতো’ গাঁথেন।
কবিতা মোহনীয় বাঁক দুলিয়ে হাঁটে
নির্যাতিত হয়
ঠেলাগাড়ি চালায়
অসঙ্গতি দেখলে-
কবিতাই গর্জে ওঠে বিপ্লবে।
কবি হাসেন – কাঁদেন - লালফিতা বাঁধেন
সামাজিক দায়বোধে...
কবি ও কবিতা-৩
১.
কবি’র একটাই মুদ্রাদোষ-
সবকিছুকেই তিনি দেখতে চান
খাঁটি আসল এবং সুন্দরতম চেহারায়।
ঝরাফুল কিংবা ডানাভাঙ্গা আহত-পাখি দেখলে
কবি-মন ডুকরে ওঠে;
কবি’র দুঃখ-বোধটা একটু বেশিই সক্রিয়।
২.
কবিতাই শুধু বোঝে
কবি-মনের এই স্পর্শকাতরতা।
তাইতো’-
কবিতা সত্য ও সুন্দরের কথা বলে
সুন্দর ক’রে বলে
সাহস নিয়ে বলে।
কবিতা পুরুষকে যেমন বোঝে
নারীকেও বোঝে;
সর্বোপরি কবিতা মানুষের কথা বোঝে
মানুষ-জাতি’র কথা বোঝে।
কবিতা মানব প্রেমে উদ্বুদ্ধ
মানবতার পূজারী;
কবিতা গায় মানবতার জয়
মানবতা প্রচারে কবিতা সোচ্চার ...