অনেক
অনেক কাল আগে
কোনো এক আঁধার ভোরের একটুখানি আগে
ডাকাত জব্বার
অমাবস্যা রাতের সফল বাণিজ্য শেষ করে
বাড়ির বাহির আঙিনায়
সাদা তাগড়াই ঘোড়াটা বেঁধে রেখে
অন্দরে ঢোকার মুখেই
দেখতে পেলো
আদরের মেহেদী রঙা বেড়ালটা তার পড়ে আছে ম'রে
রক্ত মাখা তরবারিখানা ঝনাৎ শব্দে খসে পড়লো
শান বাঁধা লাল মেঝেয়
বোবা মায়ায়
লুটিয়ে
সেও ম'রে রইলো পড়ে...