(১)
নিশ্বাস ফুরিয়ে যাবার আগে
মৃত্যু নিশ্চিত হয়ে যাবার আগেই
দাঁড়াতে হবে ঘুরে
বা'দাল গড়গড়া আসন্ন হলে
কিংবা-
"মৃত্যু এসে গেছে" বুঝে ফেলার পরে
ঈমান আনার আর কোনো সুযোগ নেইকো জেনো
সত্যিই যদি বুঝে থাকো-
আছে কিবা ভুল ছিল পথে;
এখান থেকেই ঘুরে দাঁড়িয়ে
সঠিক পথটায় নামো-
নিশ্বাস ফুরিয়ে যাবার আগে
(২)
আহা-
মৃত্যুকে সত্য জেনে
মৃত্যুর হাত থেকে বাঁচার কতোই না আকুতি
জীবন আহা জীবন সে যে কতো না মধুর
মৃত্যুই ভয়ঙ্কর সত্য; তবু-
শেষ সত্য নয়। তার পরেও রয়ে গেছে অপার অনন্ত জীবন
যেখানে রয়েছে পুরস্কার ও শাস্তি
এপারে বাঁচার চেষ্টা বৃথা, তাই-
ওপারে কেমনে যাবে বাঁচা – সেই কূল করো সন্ধান
পরাক্রমশালী আশার বানী শুনিয়েছেন-
“মৃত্যু যন্ত্রণা শুরু হবার পূর্ব অবধি তওবা হবে কবুল”
(৩)
অতঃপর
আমরা বুঝতে পারলাম - "আমাদের ভুল ছিল"
কি লাভ এই বুঝতে পারায় যখন
প্রতিফল হিসেবে আযাব পতিত হয়েই গেছে
শুরু হয়ে গেছে শাস্তি
তবুও-
নিশ্বাস ফুরিয়ে যাবার আগে যদি শুধরে যেতে পারি
আমরা কিছু প্রাণ বা আত্মা
সেটাও কিছু কম বলে গণ্য হবার নয় -
"আল্লাহর শান্তি বৃষ্টির ধারায় ঝরুক
ধরণী সবুজ হোক - সজিবতা ফিরে পাক আবারো!'