এই ভোর-
কুঁড়ি বছরের জীবনে
ছিল প্রত্যাশিত,অদৃশ্যমান |
এই ছন্নছাড়া ঘরের জানালা
খুলতে চেয়েছি রোজই|
অথচ গভীর কোনো শক্তি
অবশ করে দিয়েছে
আমার দুটি হাত |
আজ হঠাৎ-
এক টুকরো রোদ
ভোরের কাঁধে ভর করে,
জানালার বাঁধা ভেদ করে,
আমার ছন্নছাড়া ঘরের
ঠিক মাঝ বরাবর
লেপটে আছে |
আমি তাকে স্পর্শ করি
আর অবাক হই
আমার দেহের উজ্জ্বল আভায় |