চারিদিকে যখন ছন্দময় বাতাস বয়ে
চলেছে অধীর
তখন আমার দৃষ্টি জুড়ে ছিল সবুজ পাতার
আড়ালে লুকিয়ে থাকা
একটি ক্লান্ত কাক |
হঠাৎ অবসাদ ভুলে,বাতাসে দুলে উড়ে
চলে গেল সে
অসীম আকাশের পানে |
তখন অপলক চোখে চেয়ে দেখি আকাশের
বুকে যেন এক গতির খেলা |
মূহূর্তেই সে হারিয়ে গেল দৃষ্টি থেকে
দূরে,বহু দূরে..
পৃথিবী জুড়ে গতির বৃষ্টি ঝড়িয়ে |
যে বৃষ্টির দু'এক ফোঁটা বিন্দুও পড়েছিল-
আমার চেতনার সীমানায় |