আমি বলবোনা-বৃষ্টি ভালবাসি..
বৃষ্টিস্নাত সন্ধ্যায় আমার হাতে তোমার হাতটি ছিল বলে পথের ধারে জমে থাকা নোংরা জলও সেদিন বুকে তুলেছিল সমুদ্রের ঢেউ |
বৃষ্টির প্রতিটি ফোঁটায় আমার অনুভূতি আর আবেগ মিশে একাকার হয়ে ঝরে পড়েছিল তোমার শরীরে |
আমি অবাক হয়ে দেখেছি
বৃষ্টির স্পর্শে গড়া তোমার প্রতিটি শিহরণ |
শপিংমলের বারান্দায় বৃষ্টি থামার অপেক্ষায় দাঁড়িয়ে থাকা প্রতিটি মুহূর্ত
অপলক চোখে তোমাকে দেখার স্বাক্ষী |
দিনের আলোর শেষে সন্ধ্যা ঘনিয়ে আসার মুহূর্তে তোমার চুল থেকে চুয়ে পড়া বৃষ্টির জল আমাকে করেছিল আত্মভোলা |
আর হাতির ঝিলের সেই মনোরম দৃশ্য আমার সত্ত্বায় তোমাকে বেঁধেছিল আষ্টেপৃষ্ঠে |
এরপর আরও অনেক বৃষ্টিস্নাত সন্ধ্যা দেখেছি তোমার দৃষ্টির গভীরে
হয়তো নিজেকে হারিয়ে ফেলেছি তখন অথবা বৃষ্টির জলে সিক্ত হয়ে
অপেক্ষা করেছি আরও একটি বৃষ্টিস্নাত সন্ধ্যার ।