সুখ পাখি, সুখ পাখি
কোথায় তুমি থাকো?
তোমার কাছে যাওয়ার ইচ্ছে,
করছে অবিরত!
তুমি থাকো ছদ্ধ বেশে,ঐ দূর গগনে
তাই তো আমি ডানা মেলে, উড়ছি আকাশ পানে!
আমি যখন মরে যাবো, স্বপ্ন নেবে বিদায়
স্বপ্ন রবে স্বপ্নের সাথে,আমি থাকবো নাকো ধরায়;
বারো বছর ঘুঁরছি সদা দুঃখের বোঝা লয়ে
সুখ পাখি যে বাঁধা আছে মাওলার- ই দরবারে!
সুখ সে-তো পরশ পাথর,কেমনে তাঁরে পাই
দুঃখের বোঝা মাথায় আছে বারো বছর প্রায়।