মানুষ তুমি অপরুপ, তোমার নেই কোন তুলনা
সৃষ্টি জীবের শ্রেষ্ঠ তুমি পাঠিয়েছেন সাঁই রাব্বানা!
যদি তুমি হইতা মানুষ তবে থাকতো তোমার হুশ
যখন তখন দিতা না তুমি, অপর জনকে দুষ;
মানুষ রুপে জন্ম নিয়া করছো বাড়া বাড়ি
রক্তের গরম রুপের বড়াই থাকবে না চিরকালই!
মানুষ তুমি শ্রেষ্ঠ তোমার নেই কোন তুলনা
তোমার আঘাতে কষ্ট পায় অপর এক মনা;
যাইতে হবে মাওলার কাছে দিতে হবে হিসাব
কারো মনে কষ্ট দিলে পাইবা না- তো মাপ!
নিজের দুষে দুষি তুমি,কেন অন্যের ধর দুষ
হইতা যদি আসল মানুষ তবে থাকতো তোমার হুশ