নিঃসঙ্গ পথিক আমি
নিস্তব্ধ শহুর ছেড়ে রাতের অন্ধকারে চলে এলাম বহুদূর ।
রাত পোহাবার আগে যেতে হবে দুর্গমপথ পাড়ি দিয়ে আরো বহুদূর।
কে হবে এই রাতে
মোর পথচলার সাথী ??
কে হবে পথ দেখাবার মত বাতি
একাকী এই পথে??
যদি হও মোর সাথি
যদি হও মোর পথচলার বাতি
তবে বাড়িয়ে দাও তোমার হাত
আজি প্রার্থনা করি হে খোদা!!
আমি যে বড় একাকী-
তুমি জানো হে অন্তর্যামী
লাঘব করো মোর যাতনা
তুমি তো ত্রিভূবনের স্বামী!!
এই ঘন কালো রাতে আরো বহুদূর পাড়ি দিতে হবে
আমি যে আজ অসহায় বড় একাকী-
আজি এই পথে তুমি থেকো মোর সাথে
কভু দিওনা আড়ি
যেতে পারি যেন আমি
এই দুর্গম পথ দিয়ে পাড়ি।
তুমি হও একটু সহায়
আমি যে আজ বড় অসহায়।
নিঃসঙ্গ পথিক আমি
নিস্তব্ধ শহুর ছেড়ে রাতের অন্ধকারে চলে এলাম বহুদূর ।
রাত পোহাবার আগে যেতে হবে দুর্গমপথ পাড়ি দিয়ে আরো বহুদূর-----!!!
=====