----নিঃসঙ্গ পথিক
....... ✍✍ ✍ ✍✍ ✍
"কষ্ট তুই বড়ই নষ্ট
মনকে করো নিয়ে খেলা,,,,
আর অবহেলা,,,
আজ তোর কারণে আমি
অতিষ্ঠ।
এবার না হয় ছাড় আমার পিছু
করি একটু কিছু,,,
এতো করে বলি লাজ নেই
নেই বুঝি তোর,,,
বেহায়ার মত লেগে আছিস ক্যান আমার পিছু।
কষ্ট তুই বড়ই নষ্ট।
রাতে ঘুমাতে দিস না,,,
দিনে আবার ঘর থেকে বেরুতে দিস না,,,,
কাজ করার সময় মাথায় করো ঘুড়াঘুড়ি,,,
হৃদয়ে চালাও আমার
অনবরত ছুরি,,,
তুই একটা বড়ই নষ্ট।
তোর ছুরির আঘাতে
আমি আজ কুড়ে কুড়ে মরি,,
এবার দাও না আমায় মুক্তি,
দেহে পাই না ঠিক মত শক্তি।
রাত জেগে জেগে হয়ে গেছি নিশাচর,,
অন্ধকার ভাল লাগে না আর---
ঘন ঘন কালো কালো
বুকের মাঝে আগুণ জ্বালো
আমি বইতে পারি না এ তরী,,,,
আজ হাস্যের বদনে
মিশে যেতে চাই ভুলে যেতে
চাই এসব অতীতগুলি।
হায়রে কষ্ট তুই জীবনটা করে দিলি নষ্ট,,
যখন থাকি নিরালায়
পাগল মন কেঁদে হায় হায়,,,,
বুকের মাঝে ভিরে এ কোন কষ্ট তরী
শ্বাস-প্রশ্বাস নিতে পারি না ওরে।
মনে হয় যেন এই বুঝি যাবো আমি মরণ ও ঘরে,,,
বলিলাম তারে কত করুণা করে,
সে থাকিবে আমার পুড়ো হৃদয় জুড়ে।
বুক চিরে আজ চৌচির
অশ্রু-হারা কঠিন আখিঁ ,,,,
সবাই দিবে আমায় দিবে আমায় ফাঁকি,,,,
তাই তো থাকি একাএকি।
তোমরা সবাই থেকো ভালো
আমি আছি আধাঁর কালোয়,,
জানি না বইতে হবে কতকাল আর এ তরী -----!!