রমজানের ঐ রোজার শেষে
ঈদ এসেছে খুশির বেশে।

চাঁদ ওঠেছে গগন ধরায়,,,
নাচছে সবে পাড়ায় পাড়ায়।

ঈদের হাওয়া লাগছে মনে
তাই নাচছে সন্ধ্যাক্ষণে,,,
পুরো পাড়ায় নাচানাচি,
ছোট-বড় সবাই খুশি।

রমজানের ঐ রোজার শেষে
ঈদ এসেছে খুশির বেশে।

ঈদ এসেছে সবার ঘরে
খুশির সীমা নাই,
ছোট-বড় সবার মনে
খুশির আমেজ পাই ।

খোকা-খুকির বায়না আজি
নতুন পোষাক চাই,,,,
তাইতো আজি ওদের নিয়ে
মার্কেটেতে যাই।

হরেক রকম পেষাক দেখো
কোনটা তোমার চাই।

দামের বড় কষাকষি,
তবুও যেন নিতে খুশি।

রমজানের ঐ রোজার শেষে
ঈদ এসেছে খুশির বেশে,,,,,

পাশের বাসার এতিম ছেলে
নতুন পোষাক নাই,,,
আমরা না হয় সবাই মিলে
তারে কিছু পোষাক দিলে,,
বুকের মাঝে জড়িয়ে নিলে
দুঃখ লাঘব হবে ভাই।

রমজানের ঐ রোজার শেষে
ঈদ এসেছে খুশির বেশে।

একটুখানি ছোট্ট ছেলে
ভাতিজা আমার আব্বু বলে,
কিরে বাবু এখন ও কাঁদছিস ক্যানে তুই ??

এই নে এটা আমার ছিলো
চাচ্চু আমায় এনে দিলো,
এটা এখন থেকে তোর !!

কাঁদবি না আর কভু
থাকবি সদা হাসিখুশি,
তোকে বাসবে ভালো প্রভু।

ঈদের খুশি ভাগাভাগি,
আনন্দ হোক এমন খাঁটি....!!

ঈদ এসেছে সবার মনে
খুশির সীমা নাই,

তাইতো সবাই বিবেদ ভুলে
মাসজিদের দিকে যাই ।

রমযানের ঐ রোযার শেষে
ঈদ এসেছে খুশির বেশে.........!!