তুমি নেই বলে আজ সময়টা কাটেনা,

তুমি নেই বলে শাঁখে শাঁখে ফুলগুলো ফোটেনা,

তুমি নেই বলে আজ এ কবির ভাষা আসে না।
শুধু তুমি নেই বলে,,,,,,,,,,,

তুমি নেই বলে
আজ নির্ঘুম রাত্রি কাটে না,

তুমি নেই বলে গলায় এখন আর সুর আসেনা,

তুমি নেই বলে গিটারের তারগুলো বাজে না,

তুমি নেই বলে জ্যোস্নায় স্বপ্ন আঁকে না,

শুধু তুমি নেই বলে,,,,, তুমি নেই বলে ,,,,,,,
তুমি নেই বলে আজ ছন্দগুলো মিলছে না,,,,,

তুমি নেই বলে কাব্যে এখন আর রুপ আসে না,,,

তুমি নেই বলে মেঘের মাঝে স্বপ্নগুলো ভাসে না,,,

তুমি নেই বলে মন এখন একলা পথ হাটেনা,,,
তুমি নেই বলে বৃষ্টিতে ভিজে না,,,

তুমি নেই বলে কানে আজ আর রিমিঝিমি আসে না,,,,,

শুধু তুমি নেই বলে,,,,,

তুমি নেই বলে আজ কিছুই নেই,,,,,

কতনা বিষন্নতার আগুনে পুড়ি,,,

সমাপ্ত -
            মাসুম বিল্লাহ