"মাগো মা ওগো মা
তুমি আছো কেমন..??
যানি তুমি ভালো না থাকলে ও
বলবে আমি ভালো আছি
খোকা তুই
আছিস কেমন??
কিন্তু ঔষধ খাচ্ছো না
টাইম মতন,
তবে হ্যাঁ, তোমার ছেলে
অনেক ভালো আছে এখন।
তবে নিরালায় বসে কাঁদে
সারাক্ষণ।
আমি কিন্তু খাচ্ছি
ঠিকই টাইম মতন।
তবে বাসার মতো নয়....!!
এই ফ্লাটে থাকে
যে যার মতন,
আমি বন্ধি থাকি
সারাক্ষণ।
আনন্দ পাইনা বাসার মতন...!!
তবে হ্যাঁ তোমায় বলতেই
ভুলে গেছি
এইখানে ও কিন্তু শাঁক রান্না হয়
তবে তোমার মতন নয়...!!
এ্যালোড আছে তাতে কি হয়,
আমি হোস্টেলে থাকছি না
রাজনীতির ভয়......!!
মা আজ ভালো লাগছে না
কোন ক্ষণ,
তুমি যা কিছুই বলোনা কেনো
এইখাানে লেখাপড়া না করলে ও বকেনা আর কেউ।
তবে তোমার ছেলে
ঠিকই অনেক লেখাপড়া করছে
আর নিরালায় বসে
একা একা কাঁদছে।
মা তুমি শুধু একবার বলো
খোকা তুই বাসায় চলে আয়।
আর কোন রাগ কিংবা অভামান নয়।
সত্যি মা আজি চলে আসবো...!!!
ইতি ------ তোমার ছেলে
মাসুম বিল্লাহ