"আজ সবাই হয়েছে প্রেমিক কবি
নেই কেউ আর বিপ্লবী
তাদের লেখায় আছে শুধু
প্রেমের গুন গুন..
পাঠকের মনে এঁকে দেয়
তারই ফাগুণ..
এ কবির মনে নেই কোন
আগুণ,,,
তাই আজ অযথা
গেয়ে যাচ্ছে বৈশাখী
প্রেমের গুণ,,,,,,,
আজ হানিতে পারে না
আঘাত
যাতে আসবে ফিরে
রাঙা প্রভাত ।
"হে কবি আজ জাগ্রত হও তুমি,
জাগ্রত করো তরুণ সত্ত্বার।
চোখের সামনে দেখবে
কত আর বোন তনুর মত হত্যা..!!
একবার ভেবে দেখো......???
এবার হুঙ্কার হানো
হে তরুণ -------
হুঙ্কার হানো মনে মনে,
বিপ্লব বাঁধো ক্ষণে ক্ষণে।
দেখিয়ে দাও তাদের
এ তরুণের বুকে আছে কত
আছে কত জ্বলন্ত আগুন.......!!!
সমাপ্ত --------
মাসুম বিল্লাহ