কোন এক নিমন্ত্রনে যাওয়া বড় আনন্দের ছিল।
হঠাৎ ভোজের সমাগমে সবাই ব্যস্ত, তবে সেকী
অপলোক দৃষ্টি,সুরেলা স্নিগ্ধতায় মিষ্টি।
দেখেও না দেখা কি বলবো যে,আড়া আরি বেনুর
স্বর শুরু হলো।
কি করবো কি করবো না,আনমনে থাকা,
তবুও চললো আয়োজন।
একটু হাসি,একটু মিষ্টি চাওয়া হৃদয়ে বেজে উঠল
সেই বেনু।
বেনু,তুমি কী কিছু বলতে পেরেছো আজও?
অপদার্থ কোথাকার?
না আজ বলতেই হবে যে?
চুপটি করে আড়ালে ডেকে বলে বড় ভাল বেসে
ফেলেছি তোমায়।
সে কি অপরুপ মায়ার হাসি, দেখিয়া মুগ্ধ হয়ে রইলাম।
ঠিকানা কী?সুখের নীড়,বলিয়া হাসিতে হাসিতে চলিয়া গেল।
আজও সেই বেনু বুকে বাজে ফুলের স্নিগ্ধতার অনুভবের মতো,সে যে আমার........ সে যে আমার.......সে যে আমার সপ্নের আজও।