বয়স তখন পাঁচ বছর প্রায়,এর বেশী বোধ হয় হবেনা,
বাবা যাবে হাট করতে তাই, সংগি হবো বায়না।
তোমাকে ধরবে পাগল!!! ফিরবো আমি রাত হবে তাই,
তাড়া আছে যাচ্ছি সেথায়, আনবো মজা ফেরার সময়,
থাকবি সোনা খেলবি যে তাই।
বাবা! ও বাবা!! আমি যাবো, যাবো আমি তুমার সাথে,
চিনি সাজের ঘোড়া কিনবো,গুল গুলি আর নিমকি হাতে।
বাবা আমার, সোনা আমার খেলতে থেকো বাড়ি,
যাস যদি আজ লোহাই হাটে, তোর সাথে মোর আড়ি।
জয়ী হলাম বাবার সাথে, চলে এলাম লোহাই হাটে,
তেলের বোতল,ছালার ব্যাগটা দিলেন বাবা আমার হাতে।
কিনলেন সদাই পয়সা গুনে,বুদ্ধি করলাম মনে মনে।
বাবা! ও বাবা!! আমার চিনি সাজ আর গুল গলি চাই,
রাখ বাবা তুই সদাই কিনি,পরে হবে মিষ্টি মিঠাই।
দিলেন কিনে বায়না আমার, সব সদাই আর হলোনা,
তবুও বাবা খুশি হলেন রাখতে আমার,
কিনতে আমার, পিছু ধরার বায়না।
কিজে মজা হলো সেদিন, ফেরার সময় বাড়ি,
হাসতে হাসতে বাব বেটা তাই, ভেঙ্গে গেলো আড়ি।
আজও বাবা বেঁচে আছে, হাটটি এখন শহর সেথা,
আগের সেই দিন গেলো কোথায়, মনে হলে পাই যে ব্যাথা।
বাবা আমার বয়সেতে,ক্লান্ত ভারী হেটে যেতে,
মাঝে মাঝে বলেন ওনি,চোখ যে ভাসাই গল্প শুনি।
বাবা তোমায় ভুলবো নাকো,স্মৃতির পাতায় ছবি আঁকো,
দোয়া করি বন্ধু হয়ে, হায়াত নিয়ে বেঁচে থাকো।
বাবা যাদের নেই আজ ওরা,হৃদয় ভাঙ্গা সজন হারা,
এমন আপন যাদের নেই আজ, সুখের দোয়া করবেন তারা।