ঠোঁটের প'রে মদের পেয়ালা- নেশায় রাঙা আঁখি;
জানিনে হায় বুকের ভেতর ঘুমন্ত কোন আশেক,
খেয়াল-খুশে জাগলো আজি মাতাল সুরে গাহি।
জনম-ভোরে পাইনি যারে দুরন্ত এ- হৃদয় মাঝে বারেক;
তাহার তরে, তাহার তরে যৌবন মম উঠল বুঝি নাচি!
জীবন-বীণার তার গুলি হায় কেঁপে কেঁপে রক্তধারায়,
গর্জাল আজ বাঘ-বাঘিনীর মিলন ক্ষুধার হুংকার!!