আমার সকল ব্যাথার গানে
তোমার নামটি অম্লান হয়ে রবে,
সকাল-সন্ধ্যা-পূরবীর তানে
বেদনার সুরে সুরে বাজবে যবে;
বিরহের ঐ- বাণী!
ওগো ব্যাথার রাগিণী,
আমার গানের ওপারে বসে
নিত্য তুমি বাজাও তব দ্রোহের বীণাখানি!
ওই সেতারের ভীষণ সুরে
কর্ণ মম জ্বলে!
কোন বিষের এই তরল-হলাহল,
মর্ম দহে গ্রাস করেছে প্রাণপ্রতিমের অতল!
হায় নিথরের নয়ন কাদে- কণ্ঠে গানের স্বর;
স্মৃতির পারে নৃত্য করে মন-ময়ুরীর বর।