একবার আকাশের দিকে চেয়ে- ফের হৃদয়ের গাঢ়তর বেদনার পানে
অনেক গান- সুরের মূর্ছনায় জীবনের যৌবনের বেদনার কাহিনী কয়ে চলে গেলো যুবকের দল;
পৃথিবীর পথে পথে হাস্যময়ী রূপসীরা মর্মহীন গৌরবে শুনিল অন্য কথা-
এইসব মহৎ ব্যর্থতা- আবেগ আগুন কেবল রূপের সুদুর্লভ সম্ভাষণ নয়
বৈকি প্রেম স্বপ্ন অথবা চলার উত্তেজনা হতে পারে জেনে,
হু-হু করে এক আগুন জ্বলার শব্দ ভেসে আসে তাহাদের বধির কানে;
না- তাহা শ্রুতিমধুর গীত নয় কর্কশ হেমলক হতে পারে অথবা কালের জ্বালাময়ী পরিহাস।
তবু কি ভয়াবহ শান্তি সফলতায়- সেই মানুষীর রূপ?
মানুষের অমেয় ভক্তির আতিশয্যে মর্তের অনিন্দ্য সুন্দরীরা বনে গেছে মূর্খ দেবী!
স্রেফ নারী নয়, তাদের রক্তমাংসের শরীর যেন গাঢ়তর গোলাপী ফুল
যার উন্মাদক ঘ্রাণে মাতোয়ারা যুবাদের- হৃদয়ের পতঙ্গরা ব্যাকুল।
এই পৃথিবীর অসংখ্য নারীদের দেহ আর রূপ ভালোবেসে,
অনেক প্রেমের সময় ক্ষয় করে চলে গেলো যুবকের দল;
অন্যএক নেশায় আক্রান্ত হয়ে হয়তো লভিতে চেয়ে অন্যকোনো সাধনার ফল।
একবার আকাশের দিকে চেয়ে- ফের হৃদয়ের নীল বেদনার পানে।।