পৃথিবীর প্রথম নর তার রক্তমাংসের নারীকে ভালোবেসে হৃদয় করেছিল বরবাদ,
আমরা সেই গাঢ়তর ক্ষুধার থেকে উৎসারিত হয়ে ধরণী করেছি আবাদ।
সেই থেকে মানুষ, মানুষীর সৌন্দর্যের আঘাতে আহতের মতো ফিরে।
কোথাও যেন দেহহীন প্রেম নেই,-
চারিদিকে কেবলি নারীর ক্ষমাহীন রূপ- রূপের মুখে অপেক্ষাতুর পিপাসীরা মরণের সাথে যেন লড়ে যায়! তবু এইসব ক্লান্তি দহন রক্তের জ্বালায় স্বতঃপ্রবৃত্ত ইহাদের যূথচারী মন,
মাংসের ক্ষুধা মাংসে মেটাতে চায়;
তাই জীবনের এ স্বাদ- নবযৌবনার দেহের ঘ্রাণ
উদভ্রান্ত যুবাদের যৌবনের বেদনায় হয়েছে আরও বেশি গাঢ় ও মৃয়মান।